
পরশুরাম প্রতিনিধি : পরশুরামে ১ নং মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ার নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আরও কয়েকজন নাইজেরিয়ান বিজিবি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। শনিবার রাত ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিজ কালিকাপুরের বিজিবি সদস্যরা নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করে। সরেজমিনে ঘুরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নাইজেরিয়ার নাগরিকরা স্থানীয় ভারতের দালালের মধ্যেমে বাংলাদেশে অন প্রবেশ করেন। বিজিবি সূত্র জানায়, নাইজেরিয়ার নাগরিকরা ভারতে অবস্থান করেন। ভারতের দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে আগে আরও কয়েকজনকে আটক করে। আটক নাইজেরিয়ার নাগরিকের নাম এমিকা গিলভার্ট এপি (৪৫)। তার বাবার নাম এপি ও মায়ের নাম নিকিরো। তিনি নাইজেরিয়ার পুলিশ স্টেশনের অনিশা আনাম্বারা এস্টেটের বাসিন্দা। বিজিবি ৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক মো: মোশাররফ হোসেন নাইজেরিয়ার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেন। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল হাকিম জানান, বিজিবির আটককৃত নাইজেরিয়ার নাগরিক পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাকে অবৈধঅনুপ্রবেশ এর মামলায় রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।