দাগনভূঞা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

ফেনীর দাগনভূঞা উপজেলা দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়। (৩০ এপ্রিল) মঙ্গলবার বিকেলে ফাজিলের ঘাট রোডস্থ খাদ্য গুদামের সামনে সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। বন্ধুত্ব করি দেশ গড়ি এ প্রতিপাদ্যকে ধারণ করে দলমত নির্বিশেষে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় আহ্বায়ক কমিটি দাগনভূঞা উপজেলা প্রতিনিধির সমন্বয়ে এ ফ্রেন্ডস ফোরামে গঠন হয়। এতে আহ্বায়ক মনোনীত হন মহি উদ্দিন আহমেদ জুয়েল। যুগ্ন আহ্বায়ক নুর উদ্দিন আহমেদ হিমেল, মো. আবুল হোসেন, একে এম সায়েম সোহেল। সদস্য সচিব – মো. ইমাম ইউসুফ,
যুগ্ন সদস্য সচিব – নবিউল হক খাঁন
আলা উদ্দিন আল হাসান।

সদস্যরা হলেন খালেদা শিমু রিনা হালিম, দিলিপ কুমার দাস, ইসমাইল ভূইয়া ফোরকান, মো. ইউসুফ হারুন, আবদুল মুনাফ পিন্টু, তবারক হোসেন সোহেল, শাহ আলম, রিনা হালিম আরজু নাহার নুর হোসেন, নাজমুল হাসান শুভ, মিহির মাহবুব, হাসান ইমাম, মো. আসিমুন হক, মাহবুব হোসেন, সোহেল, গোলাম নবি শিপন, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন ভূঞা।

আগামীতে ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্র ও করণীয় বিষয় সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, জন সম্পৃক্ত কল্যাণে কাজ করার আন্তরিক মনোভাব প্রকাশ করেন আহ্বায়ক নুর উদ্দিন আহমেদ জুয়েল এবং তিনি পত্রিকার এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান।

Discover more from আলোকিত ফেনী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading